প্রতিপক্ষকে ফাঁসাতে শেরপুরে পাঁচ ভাতিজা মিলে চাচাকে খুন!

প্রতিপক্ষকে ফাঁসাতে শেরপুরে পাঁচ ভাতিজা মিলে চাচাকে খুন!

বুলবুল আহম্মেদ: গত ২০ জানুয়ারি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া গ্রামে খুন হওয়া রফিক মিয়া(৫৫) নামে একজনের মৃত দেহ পাওয়া যায়। রফিক মিয়া ওই এলাকার মৃত শাহ ফকিরের ছেলে। এই নিয়ে ওই দিনই মৃত্যের ছেলে নবী হোসেন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সন্দেহ যুক্ত অভিযুক্ত দেখানো হয় রফিকদের গোষ্ঠীর সাথে জমিজমা নিয়ে ঝগড়ায় লিপ্ত থাকা প্রতিবেশী প্রতিপক্ষ কুদরত আলী আঙ্গুর, মস্তুমিয়া, সুলাতান, কেনা, রস্তমসহ নয় জনকে৷ এই মামলার স্বাক্ষী ছিলেন খুন হওয়া রফিক মিয়ার ভাতিজা মো. ওয়াসিম, জসিম, জিয়ার আলম ও ফয়সাল মিয়া। পুলিশ বিষয়টি তদন্ত করতে গিয়ে ভিন্ন ঘটনার তথ্য প্রমান পায়। পুলিশের সন্দেহ হয় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ওই ভাতিজারা চাচাকে খুন করে খুনের দায় প্রতিবেশীর ঘাড়ে চাপাতে নাটক মন্তস্থ করে। পুলিশ জিজ্ঞাসা বাদের জন্য ওই ভাতিজাদের গ্রেফতার করে।জিজ্ঞাসাবাদের সময় ওই এলাকার জনৈক রাজু মিয়া পুলিশের কাছে এসে স্বপ্রণোদিত হয়ে ঘটনার বিষয়বস্ত খুলে বলে এবং ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।১৬৪ ধারায় রাজু বলেন ঘটনার দিন রাতে তাকে (রাজু) দিয়েই ভাতিজারা চাচা রফিককে বাড়ী থেকে ডেকে আনে।পরে চাচা আর বাড়ীতে ফিরে নাই। ভাতিজাদের নিবির জিজ্ঞাসাবাদের জন্য আবারও এক দিনের রিমান্ডে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে ভাতিজারা স্বীকার করে ঘটনার দিন রাতে চাচা রফিককে বাড়ি থেকে ডেকে এনে প্রতিপক্ষদের ফাঁসানোর জন্য চাচাকে খুন করে। অভিযুক্তদের জবানবন্দিরভিত্তিতে আজ শুক্রবাদ সারাবেলা পুকুরে ৪টি সেচ পাম্প বসিয়ে চাচাকে হত্যা কান্ডে ব্যবহ্নত চাপাতি উদ্ধার করে পুলিশ।এনিয়ে আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম সাংবাদিকদের সাথে প্রেস কন্ফারেন্স ডেকে ভাতিজা কর্তৃক চাচা হত্যাকান্ডের লোম হর্ষক বিবরন তুলে ধরেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড(অ্যাপস্) সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাইদুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ ওসি বছির আহমেদ বাধল, ওসি ডিবি মো. মুশফিকুর রহমান, ডিআইও -১ জাহাঙ্গীর আলম, মামলার তদন্তকারী কর্মকর্তা আবু নাঈম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *