চসিকের প্রকল্প পরিচালককে মারধরের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন:সত্যবয়ান

চসিকের প্রকল্প পরিচালককে মারধরের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন:সত্যবয়ান

বুলবুল আহম্মেদ: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকল্প পরিচালকের কার্যালয়ে ঢুকে তাকে মারধর করার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৩০ জানুয়ারি সোমবার বিকেল ৩টায় এলজিইডি কার্যালয় সম্মুখে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন হয়।

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে নগরের টাইগারপাস অস্থায়ী কার্যালয়ের চতুর্থ তলায় প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এসময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী জাহানারা পারভীনসহ এলজিইডির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন।

এসময় বক্তারা বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর উপর ২০/২৫ জন ঠিকাদার অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে আহত করেন। অন্যায়ভাবে একজন প্রকৌশলীকে শারিরীক লাঞ্চনা করার বিষয়টি ইতিমধ্যে আইইবিসহ দেশবাসী অবগত রয়েছে। সরকারি দায়িত্ব পালন কালে একজন প্রকৌশলী উপর হামলা করা আইনত দন্ডনীয় অপরাধ। এ ঘটনার পর থেকেই সারাদেশের প্রকৌশলীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন, অনতিবিলম্বে ন্যাক্কারজনক এ হামলার তীব্র নিন্দাসহ হামলাকারীদের চিন্হিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *