ঝিনাইগাতীতে বন্যার্তদের মাঝে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের উপহার সামগ্রী বিতরণ||সত্যবয়ান

ঝিনাইগাতীতে বন্যার্তদের মাঝে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের উপহার সামগ্রী বিতরণ||সত্যবয়ান

মুহাম্মদ আবু হেলাল,ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন। ২৭ জুন সোমবার সংগঠনটির কেন্দ্রীয় পরিষদ ও শেরপুর জেলা শাখার উদ্যোগে ঝিনাইগাতী সাব রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঝিনাইগাতী সাব রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে জেলা রেজিস্ট্রার ও সভাপতি বিআরএস‌এ শেরপুর এর সভাপতি মো. হেলাল উদ্দিন এর পরিচালনায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত ২৭০ জন ব্যাক্তির মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় অন্যান্যেদের মধ্যে শেরপুর সদর উপজেলার সাব রেজিস্ট্রার মো. আবুল কাশেম, ঝিনাইগাতী উপজেলার সাব রেজিস্ট্রার মো. হজরত আলী সহ সাব রেজিস্ট্রার অফিসের অন্যান্য কর্মকর্তা, দলীল লেখকগন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *