দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করাচ্ছে রোটারি ক্লাব অব শেরপুর||সত্যবয়ান

দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করাচ্ছে রোটারি ক্লাব অব শেরপুর||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||‘আর্ত মানবতার সেবায় রোটারি’- এই শ্লোগান নিয়ে ৪ আগস্ট বৃহস্পতিবার রোটারি ক্লাব অব শেরপুর এর উদ্যোগে বিশিষ্ট সমাজসেবী, ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগ ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. দুলাল মিয়ার আর্থিক সহযোগিতায় ও ডা. কে. জামান বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল, ময়মনসিংহের চিকিৎসা সহায়তায় এবং শেরপুর রোটারি চক্ষু হাসপাতালের আয়োজনে শেরপুর জেলার দরিদ্র ও অসহায় ছানিপড়া রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারশেনের জন্য রোগী বাছাই করা হয়েছে।
শেরপুর রোটারি চক্ষু হাসপাতালে প্রায় ৫০০ রোগীদের মধ্য থেকে ২০০ জন ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। ডা. কে. জামান বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের ডা. ইফফাত আরা রোগী বাছাই কাজে নেতৃত্ব দেন। আগামী ৮ ও ২১ আগস্ট ২ ধাপে ওই হাসপাতালে বিনামূল্যে এসব রোগীদের ছানি অপারেশন করে তাদের স্ব-স্ব বাড়ি পৌছে দেয়া হবে।
রোটারি ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট, জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাপ্তাহিক দৃশ্যপট এর প্রকাশক সম্পাদক মো. সাদুজ্জামান সাদী-এমপিএইচএফ জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বরণের এই শোকের মাসে রোটারি ক্লাব অব শেরপুর ২০০ জন দরিদ্র ও অসহায় রোগীকে চোখের ছানি অপারেশন করাচ্ছে। এছাড়াও তিনি আরো বলেন, খুব শীঘ্রই আমরা এই হাসপাতাল এর ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য তহবিল গঠন করা হচ্ছে।
রোটারি ক্লাব অব শেরপুরের সার্ভিস প্রজেক্ট কমিটির চেয়ারম্যান মলয় মোহন বল-এমপিএইচএফ শেরপুর রোটারি চক্ষু হাসপাতাল স্থাপনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এ জন্যে ২৫ হাজার টাকায় লাইফ মেম্বার, ৫০ হাজার টাকায় ডোনার এবং ১ লক্ষ টাকায় মেজর ডোনার হতে পারেন।
চক্ষু শিবির ইভেন্ট চেয়ার শরণ রায়-পিএইচএফ খুব শীঘ্রই বিনামূল্যে একটি মেডিকেল ক্যাম্প আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন রোটারি ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট মো. সাদুজ্জামান সাদী এমপিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট আলহাজ্ব ডা. মো. সুরুজ্জামান এমপিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট বিনয় কুমার সাহা এমপিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট মলয় মোহন বল এমপিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট শরণ রায় পিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, পাস্ট প্রেসিডেন্ট মলয় চাকী, অনারারি সেক্রেটারি এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, রোটারিয়ান আলহাজ্ব মো. দুলাল মিয়া, রোটারিয়ান শামসুন্নাহার কামাল, রোটারিয়ান ডা. রতন চন্দ্র দাস, রোটারিয়ান এডভোকেট মো. রফিকুল ইসলাম আধার, রোটারিয়ান নাজমুল আলম, রোটারেক্টর প্রেসিডেন্ট শুভ ঘোষ, রোটারেক্টর উপমা সাহা প্রমুখ। চক্ষু ক্যাম্প আয়োজনে ইভেন্ট চেয়ার হিসেবে পাস্ট প্রেসিডেন্ট শরণ রায় পিএইচএফ সার্বিক দায়িত্ব পালন করেন এবং প্রজেক্টটি সমন্বয় করেন ক্লাবের সার্ভিস প্রজেক্ট চেয়ার পাস্ট প্রেসিডেন্ট মলয় মোহন বল এমপিএইচএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *