নকলায় পূর্ব শত্রুতার জের ধরে পাটের গুদামে আগুন! ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নকলায় পূর্ব শত্রুতার জের ধরে পাটের গুদামে আগুন! ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নকলা সংবাদদাতা: শেরপুর জেলার নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে একটি পাটের গুদামে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার ২২ এপ্রিল আনুমানিক ১০ ঘটিকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৭ লক্ষ টাকার পাট পুড়ে গেছে। পুুড়ে যাওয়া পাট গুদাম মালিক জাহাঙ্গির হোসেনের দাবি, আমার গুদামে ৪ শত ৯৬ মণ পাট ছিলো, এর সবই পুঁড়ে গেছে। এতে প্রায় ১৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, এই আগুন পরিকল্পিত ভাবে লাগানো হয়েছে।’ আমাদের সাথে একই এলাকার একটি পক্ষের সাথে মামলা চলে আসছে। আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেল পর্যন্ত খাঁটিয়েছে। তারা মাঝে মধ্যেই আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছিল বাড়ি ঘরসহ গুদামঘর পুড়িয়ে দিবে। আজ তাদের হুমকিই প্রতিফলিত হলো। আমি এর সঠিক বিচার চাই।

তিনি জানান, আমার গুদামে বিদ্যুৎ সংযোগ ছিলোনা। প্রত্যেকেই ঈদের নামাজ আদায় করার প্রাক্কালে সময় সুযোগ মতো আগুন লাগিয়ে চলে গেছেন প্রতিপক্ষরা।

স্থানীয়রা জানান, ২টি বৈদ্যুতিক মটারের মাধ্যমে পানি দিয়ে আগুন নিবানোর সময় কে বা কারা লাইনের কাটআউট খোলে নিয়ে যায়। এসব কারনেই অনেকটা নিশ্চিত করেই বলেন যে, বিদ্যুৎ সংযোগহীন গুদামে এমন অগ্নিকান্ডের ঘটনা এবং আগুন নিবানোর সময় মটার লাইনের কাটআউট খোলে নেওয়া পূর্বপরিকল্পনার বহি:প্রকাশ। এতে সুস্পষ্ট যে, গুদামে পূর্ব শুত্রুতার কারনে পরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়েছে।

এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকাবাসীরা প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরইমধ্যে, ঘটনাস্থল পরিদর্শ করেছেন নকলা থানা ও চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তাগন। এবিষয়ে নকলা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *