নকলায় ইউপি নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ-সত্যবয়ান

নকলায় ইউপি নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ-সত্যবয়ান

নকলা (শেরপুর) প্রতিনিধি:শেরপুর জেলার নকলা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাদ, সুষ্ঠ, নিরেপেক্ষ ও সফল ভাবে সম্পন্ন করতে ভোট গ্রহণ সংশ্লিষ্ঠ বিভিন্ন স্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) সকাল ১০টা হতে সরকারি হাজী জালমামুদ কলেজের বিভিন্ন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রথম দিনের এ প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারগন প্রশিক্ষণ গ্রহন করেন।

প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া, জেলা নির্বাচন কর্মকর্তা মো. শানিয়াজ্জামান তালুকদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার তারেক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রকৌশলী ও সহকারী রির্টানিং অফিসার আরেফিন পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮২টি কেন্দ্রের ৩৫৪ টি বুথের (ভোট গ্রহন কক্ষ) জন্য ৮২ জন প্রিজাইডিং অফিসার, ৩৫৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭০৮ জন পোলিং অফিসারসহ ঝুঁকি বা সমস্যা মোকাবেলায় অতিরিক্ত শতকরা ৫ভাগ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিয়োগ দিয়ে তাদেরকেও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার তারেক আজিজ জানান, আগামী ২৮ নভেম্বর (রোববার) নকলা উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন করা হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৯ জন ও সাধারণ সদস্য পদে ২৮৬ জন পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তিনি আরো জানান, উপজেলায় মোট ১ লাখ ৩৮ হাজার ৯৫০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার ৭০ হাজার ৫৬৭ জন এবং পুরুষ ভোটার ৬৮ হাজার ৩৮৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *