নকলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন শীর্ষক কর্মশালা||সত্যবয়ান

নকলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন শীর্ষক কর্মশালা||সত্যবয়ান

নকলা সংবাদদাতাঃ শেরপুরের নকলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় দিনব্যাপী উপজেলা প্রশাসন উক্ত কর্মশালার আয়োজন করে।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার বুলবুল আহমেদের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন। এসময় বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ খোরশিদ আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ গোলাম মোস্তফা, অফিসার ইনচার্জ মুশফিকুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অপব্যবহার রোধে তাদের প্রস্তাবনা ও পরিকল্পনা উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *