প্রীতি ফুটবল ম্যাচে শেরপুর একাদশকে ২-১ গোলে হারিয়ে নেত্রকোনা একাদশ চ্যাম্পিয়ন||সত্যবয়ান

প্রীতি ফুটবল ম্যাচে শেরপুর একাদশকে ২-১ গোলে হারিয়ে নেত্রকোনা একাদশ চ্যাম্পিয়ন||সত্যবয়ান

বুলবুল আহম্মেদ ||সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চকপাঠকস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শেরপুর একাদশ বনাম নেত্রকোনা একাদশ খেলায় অংশ নেন।

খেলার শুরুতে প্লেয়ারদের সাথে পরিচিতি ও রজনীগন্ধা স্টিক দিয়ে শুভেচ্ছা জানান প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ।

বিরতিহীনভাবে ৯০ মিনিটের এই খোলাটি উপভোগ করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাহেলা আক্তার, জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবির রুমান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আবু বক্কর সিদ্দিক, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুক্তাদিরুল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নজরুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ প্রমুখ।

টান টান উত্তেজনা ও দর্শকদের উৎসাহে প্রীতি ফুটবল খেলায় শেরপুর একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নেত্রকোনা একাদশ।
প্রীতি ফুটবল খেলায় নেত্রকোনা একাদশের পক্ষে ১ম গোল করেন ১৬ নাম্বার জার্সি পড়ুয়া রাসেল মিয়া ও ২য় গোল করেন ১০ নাম্বার জার্সি পড়ুয়া রেজ্জাতুল ইসলাম। শেরপুর একাদশের পক্ষে গোল করেন ২ নাম্বার জার্সি পড়ুয়া রিপন মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *