বাজেট পাশ হওয়ার আগেই শেরপুরে বেড়েছে সিগারেটের দাম||সত্যবয়ান

বাজেট পাশ হওয়ার আগেই শেরপুরে বেড়েছে সিগারেটের দাম||সত্যবয়ান

বুলবুল আহম্মেদ ||২০২২-২৩ অর্থবছরের বাজেটকে কেন্দ্র করে সিগারেটের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। শেরপুরে সিগারেটের শলাকাপ্রতি এক টাকা আর প্যাকেট প্রতি ১৫ থেকে ২০ টাকা বাড়িয়ে বিক্রি করছেন দোকানদার ও হকাররা।

শেরপুরের বিভিন্ন খুচরা দোকান ঘুরে দেখা গেছে, সবচেয়ে দামি বেনসন প্রতি শলাকা সিগারেট বিক্রি হচ্ছে ১৬ টাকায়। যা এক মাস আগেও ছিল ১৫ টাকা। অর্থাৎ প্রতি শলাকায় এক টাকা বেড়েছে। এতে ৩০০ টাকার প্রতি ২০ শলাকার সিগারেট প্যাকেট বিক্রি হচ্ছে ৩২০ টাকায়।

একই ভাবে গোল্ডলিফ প্রতি শলাকা বিক্রি হচ্ছে ১২ টাকায়। যা এক মাস আগেও ছিল ১১ টাকা। ২২০ টাকার প্রতি প্যাকেট সিগারেট বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। স্টার সিগারেটের পূর্বের মূল্যের চেয়ে ছয় টাকা বৃদ্ধি পেয়েছে। পাঁচ টাকার রয়েল বিক্রি হচ্ছে ছয় টাকায়। ডারবি, হলিউড, পাইলট বিক্রি হচ্ছে পাঁচ টাকায়।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাজেট পাশ হওয়ার পরেই সিগারেটের দাম বাড়বে। এ জন্যই হয়তো গাড়ি থেকে প্রয়োজনের তুলনায় সিগারেট কম দেওয়া হয়। ফলে বড় ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে সিগারেট কিনতে হচ্ছে। বেশি দামে কেনার কারণে বেশি দামে বিক্রি করছি। তাদের অভিযোগ, বড় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে কোটি টাকা মুনাফা তুলে নিচ্ছে। পাশাপাশি সরকার হারাচ্ছে রাজস্ব।

তারা আরো জানান, দোকানে দোকানে স্টিকারের মাধ্যমে সিগারেটের দাম বৃদ্ধির প্রচারনা চালাচ্ছেন এবং মূল্য তালিকা তৈরি করেছেন। যেনো সিগারেট কিনতে আসা ক্রেতারা ঝামেলা না করেন।

জানতে চাইলে কাকলি মার্কেটের একজন মুদি দোকানদার বলেন, গত ৪/৫ দিন থেকেই সিগারেটের দাম বাড়তি। কোম্পানি থেকে পাঠানো গাড়িতে মাল এখন খুব কম পাই। ১০ প্যাকেটের অর্ডার দিলে ২-৩ প্যাকেট দেয়। তারপরও নানা কথা বলেন, বাধ্য হয়েই বড় ব্যবসায়ীদের কাছ থেকে কিনতে হয়।

নিউমার্কেট এলাকায় একজন খুচরা ব্যবসায়ী সত্যবয়ানকে বলেন, ব্যানসন গোল্ডলিফসহ সব ধরনের সিগারেটের দাম বেড়েছে। গোল্ডলিফের গাড়ির (কোম্পানির কাছ থেকে নেওয়া) রেট ২০৫ টাকা। কিন্তু সেখান থেকে আমাদের মাল দেয় না। দোকান থেকে আমাদের কিনতে হয় ২২০ টাকায়, বিক্রি করি ২৪০ টাকা। এক টাকা বেশি বিক্রি করি বলে কত মানুষের ঝাড়ি খাচ্ছি। গরিব মানুষ, পেটের দায়ে পান-সিগারেট বিক্রি করি।

খোয়ারপাড় এলাকার একজন ব্যবসায়ী বলেন, গোল্ডলিফ সিগারেট আগে খুচরা বিক্রি হতো প্রতি শলাকা ১১ টাকায়। এটা এখন ১২ টাকায় বিক্রি করা হচ্ছে। বাজেট পাশ হওয়ার আগেই মূল্য বৃদ্ধি আমাদের প্রশ্নবিদ্ধ হতে হয়। সিগারেট কিনতে আসা লোকদের কাছ থেকে অনেক সময় জাড়ি খেতে হয়। আমরা খুবই বিব্রত বোধ করছি।

ক্রেতারা সত্যবয়ানকে বলেন, সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে আমরা নিরুপায়। মন চাইলেই দাম বৃদ্ধি করেন। ফলে আমরা নির্ধারিত দামে সিগারেট কিনতে পারিনা। বাজেট ঘোষনা হয়েছে কিন্তু এখনো পাশ হয়নি। জুলাইয়ের প্রথম দিকে এটি পাশ হওয়ার কথা। কিন্তু এখনই বাড়তি। সরকার যেটি নির্ধারণ করবে আমরা তা দিয়েই কিনে খাবো। তবে শেরপুরে সিন্ডিকেট করে যারা দাম বৃদ্ধি করেছেন তারা নিজেরাই পকেট বাড়ি করছেন। ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা এধরনের কাল ফিট সুবিধাবাধী ব্যবসায়ীর কাছ থেকে রক্ষা পেতে চাই। সরকারের উর্ধতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি।

এব্যাপারে জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা রুবেল আহমেদ সত্যবয়ানকে বলেন, আমি আজই ট্রেনিং শেষ করে শেরপুরে আসলাম। শেরপুরে সিগারেটের দামের যে চিত্র এটি ঢাকাতেও আমি দেখে আসছি। আমি এসব বিষয়ে আমার উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলবো তারা আমাকে কোন নির্দেশনা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নিবো। মূলত এটি সারা দেশেই চলছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন বলেন,” বাজেট পাশ হওয়ার পূর্বেই দ্রব্যমূল্য বৃদ্ধি কোন ভাবেই কাম্য নয়।”

এব্যাপারে আমিন এন্ড কোং এর ডিস্ট্রিবিউটর বজলুর রহমান বলেন, সিগারেটের দাম বৃদ্ধি এটা শুধু শেরপুরের চিত্র নয় সারাদেশে একইj অবস্থা। সরকার বাজেট ঘোষনার ১/২ দিন পর থেকেই মূল্য বৃদ্ধি পায় এটা আমার ৩০ বছরের অভিজ্ঞতা। পারলে অন্যসব জেলায় খোঁজ খবর নিয়ে দেখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *