ব্রাহ্মণবাড়িয়ায় পোলিং এজেন্টসহ ছয়জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় পোলিং এজেন্টসহ ছয়জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর ও আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকালে ভোটকেন্দ্রের গোপন কক্ষে ব্যালটের ছবি তোলা ও জাল ভোট প্রদানসহ বিভিন্ন অপরাধের দায়ে এক পোলিং এজেন্ট ও পাঁচ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে পাঁচজন আশুগঞ্জের ও একজন বাঞ্ছারামপুরের বলে জানা গেছে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বুধবার (২৯ মে) আশুগঞ্জ উপজেলার তালশহর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে পোলিং এজেন্ট কাজী মাহবুবুর রহমানকে (৩৮) এবং উপজেলার আন্দিদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গোপন কক্ষে ব্যালটের ছবি তোলার দায়ে তামিম সরকারকে (২৪)  হাতেনাতে আটক করা হয়।

পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক।

একই উপজেলার তালশহর ইউনিয়নের মৈশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদানের সময় জহুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে পুলিশ। পরে আদালত তাকে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরো এক দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ ছাড়া বড়তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালটের ছবি তোলায় আমির হোসেনকে (৩৮) তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অপরদিকে বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের রূপসদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদানকালে আলামিন মিয়া (৩৬) ও নজরুল ইসলাম (৩৪) নামের দুই যুবককে আটক করা হয়। পরে দুজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।

বাঞ্ছারামপুর এবং আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা জানান, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়। কোথাও কোনো গোলযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *