শেরপুর জেলা পরিষদ সদস্যদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর

শেরপুর জেলা পরিষদ সদস্যদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর

বুলবুল আহম্মেদ:করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে জেলা পরিষদের সদস্যদের মাধ্যমে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াসসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। ১৭ জুলাই শনিবার দুপুরে জেলা পরিষদের হলরুমে ওইসব সুরক্ষা সামগ্রী জেলা পরিষদের সদস্যদের মাঝে বিতরনের জন্য হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ.জেড মোরশেদ আলী এর সভাপতিত্বে করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রুমান।

জেলা পরিষদের উচ্চমান সহকারী উত্তম কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ছানুয়ার হোসেন ছানু, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম সাব্বির আহমেদ খোকন, আবু তাহের, সদস্যদের মধ্যে আব্দুল হান্নান মোল্লা, এডভোকেট ফারহানা পারভীন, ডা. বিল্লাল হোসেন চৌধুরী, আয়শা আক্তার রুপালি প্রমুখ।

এসময় জেলা পরিষদ সদস্য,স্বাস্থ্য কর্মী, পুলিশ বিভাগ,
শেরপুর প্রেসক্লাব, মানবাধিকার সংগঠন আমাদের আইনসহ অন্যান্য সংগঠনের মাঝে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।

জেলা পরিষদের পক্ষ থেকে ১লক্ষ মাস্ক,সাড়ে ৮হাজার হ্যান্ড স্যানিটাইজার,১০ হাজার সাবান,১০ হাজার হ্যান্ড ওয়াস বিতরনের জন্য হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *