শেরপুর জেলা সদর হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

শেরপুর জেলা সদর হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

বুলবুল আহম্মেদ : ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতাল ড্রীমস সার্ভিসেস লিঃ এর আউটসোসিং প্রক্রিয়ায় চাকরির পুন:বহাল এবং এক বছরের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের আউটসোর্সিং এ কর্মরত কর্মচারীরা। ১৫ সেপ্টেম্বর রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল চত্বরে তারা ওই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের ওয়ার্ড বয় মাহবুব আলম জাহাঙ্গীর, অনুদ্বীপ হরিজন, লক্ষী রাণী হরিজন, রেখা হরিজন।

এসময় তারা বলেন, ‘আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। কিন্তু, গত এক বছর ধরে বেতন পাচ্ছি না। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। ঠিকাদারি প্রতিষ্ঠান এবং হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ফল পাইনি। এ বিষয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি কামনা করছি।’

তারা আরো বলেন, ‘যারা স্থায়ী কর্মচারী, তারা মাস শেষে নিয়মিত বেতন পাচ্ছেন। একই পদে চাকরি করে আমাদের মাস শেষে বেতনের জন্য দ্বারে দ্বারে ঘুরতে হয়। আমাদের দ্রুত সময়ের মধ্যে বকেয়া পরিশোধসহ চাকরি পুন:বহালের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে মোশারফ, শাহাজাহান, জুয়েল, বিপ্লব, মিলনসহ আউটসোর্সিং এ কর্মরত কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *