শেরপুরে অধিক মূল্যে খোলা সয়াবিন তেল বিক্রি করার দায়ে জরিমানা||সত্যবয়ান

শেরপুরে অধিক মূল্যে খোলা সয়াবিন তেল বিক্রি করার দায়ে জরিমানা||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতা বলে এবং শেরপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ১১ মে বুধবার বিকেলে জেলা শহরের নয়আনী বাজার, তেরাবাজার ও খাদ্য গুদাম মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুবেল আহমেদ সঙ্গীয় ফোর্সসহ বুধবার দুপুরে জেলা শহরের নয়আনী বাজার, তেরাবাজার ও খাদ্য গুদাম মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় তেলের সরবরাহ, বর্তমান মজুদ এবং মূল্য পরিস্থিতি তদারকি করা হয়। এদিকে নয়আনী বাজারে নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে খোলা সয়াবিন তেল বিক্রি করার দায়ে আব্দুল মান্নান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে একই অপরাধ পরিলক্ষিত হলে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দেয়া হবে বলে সতর্ক করা হয়। পরে দণ্ডিত ওই প্রতিষ্ঠানের মালিক ভ্রাম্যমাণ আদালতে জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করেন।

এসময় জেলা বাজার কর্মকর্তাসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুবেল আহমেদ এমনটাই জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *