শেরপুরে অনুষ্ঠিত হলো জোনাল রোটারি ওয়ার্কশপ

শেরপুরে অনুষ্ঠিত হলো জোনাল রোটারি ওয়ার্কশপ

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদ্দী এলাকায় শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত জেলার স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জেএন্ডএস ফুড এন্ড বেভারেজ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো ময়মনসিংহ জোনের রোটারি ক্লাব গুলোর জোনাল রোটারি ওয়ার্কশপ।

২৩ জুন শুক্রবার দিনব্যাপী রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ এর অভিজ্ঞ ট্রেইনারদের সমন্বয়ে ওই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। রোটারি ক্লাব অব ময়মনসিংহ, রোটারি ক্লাব অব ময়মনসিংহ টাউন, রোটারি ক্লাব অব জামালপুর ও রোটারি ক্লাব অব শেরপুর এর প্রায় ৮০জন রোটারিয়ান ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।
ওয়ার্কশপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রক্ট ৩২৮১ এর ২০২১-২২ বর্ষের এর ডিস্ট্রিক্ট সেক্রেটারি পাস্ট প্রেসিডেন্ট কামরুজ্জামান টিপু। ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন ২০২২-২৩ বর্ষের এর ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারি ক্লাব অব ঢাকা ডাইনামিক এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সোহেল নূর, ২০২২-২৩ বর্ষের এর এডিশনাল ডিস্ট্রিক্ট ট্রেইনার রোটারি ক্লাব অব ঢাকা মেগাসিটি’র পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এ.কে.এম. মুজিবুর রহমান এ্যানি, ২০২২-২৩ বর্ষের এর এসিস্ট্যান্ট গভর্নর রোটারি ক্লাব অব ঢাকা ডাইনামকি’র পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান নির্মল সরকার ও রোটারি ক্লাব অব ময়মনসিংহ’র ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান নকিবুল হাসান খান।
জোনাল রোটারি ওয়ার্কশপে এডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন ২০২২-২৩ বর্ষের এর এসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারি ক্লাব অব জামালপুর’র পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সুদীপ কুমার দে মিঠু এবং ২০২২-২৩ বর্ষের এর এসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারি ক্লাব অব ময়মনসিংহ’র পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সজল চন্দ্র চন্দ।
প্রোগ্রামটির প্রোগ্রাম চেয়ার ছিলেন ২০২২-২৩ বর্ষের এর এসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারি ক্লাব অব শেরপুর’র প্রেসিডেন্ট রোটারিয়ান তরুণ শিল্পপতি মো. সাদুজ্জামান সাদী। প্রোগ্রামের ওহাস্ট ক্লাব ছিল রোটারি ক্লাব অব শেরপুর। ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারী সকলকে প্রেসিডেন্ট রোটারিয়ান মো. সাদুজ্জামান সাদী’র পক্ষ থেকে শেরপুরের জিআই পণ্য তুলশীমালা চাল উপহার দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *