শেরপুরে ডেন্টাল কেয়ার ইউনিটের যাত্রা শুরু-সত্যবয়ান

শেরপুরে ডেন্টাল কেয়ার ইউনিটের যাত্রা শুরু-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা শহরের সদর হাসপাতাল সড়কের নারায়ণপুর এলাকায় অবস্থিত আবেদীন হাসপাতাল আরো এক ধাপ এগিয়ে। ডেন্টাল (দাঁতের) জটিল চিকিৎসায় আর ঢাকা-ময়মনসিংহ নয়। অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামাদি এবং সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত আবেদীন ডেন্টাল কেয়ার ইউনিটের যাত্রা শুরু করা হলো।
শেরপুর জেলা শহরের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে শেরপুর জেলার বেসরকারি বড় চিকিৎসা সেবাদানকারী আবেদীন হাসপাতাল। এ হাসপাতালটি আরো এক ধাপ এগিয়ে নিতে এবং মানুষের উন্নত দাঁতের চিকিৎসা সেবা দিতে ১৪ আগস্ট শনিবার বিকেল সাড়ে ৫টায় জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাদুজ্জামান সাদীর সভাপতিত্বে জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন (করবাহাদুর) ওই হাসপাতালের ডেন্টাল কেয়ার ইউনিটের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে শিশুসহ অন্যান্য দন্ত রোগীদের চিকিৎসা প্রদান করেন ডাঃ আব্দুল্লাহ-আল-মুত্তাকী জীবন বি.ডি.এস (এমএমসি)।
আবেদীন হাসপাতালের ডেন্টাল কেয়ারের বিশেষত্বর মধ্যে রয়েছে সার্বক্ষণিক চিকিৎসক ডাঃ আব্দুল্লাহ-আল-মুত্তাকী জীবন বি.ডি.এস (এমএমসি)। সেই সাথে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামাদি, দন্ত রোগীর বেডের সাথে সংযুক্ত মনিটর, যা চিকিৎসা সেবা নিতে আসা রোগী তার দাঁতের সমস্যা গুলো নিজেই প্রত্যক্ষ করতে পারবেন এবং দাঁতের এক্স-রের জন্য রয়েছে ডিজিটাল এক্স-রে মেশিন। এছাড়াও সুন্দর ও মনোরম পরিবেশ যা এ ডেন্টাল কেয়ারে চিকিৎসা নিতে এসে রোগীরা স্বাচ্ছন্দবোধ করবে।
উদ্বোধন কালে অন্যান্যদের মধ্যে জেএন্ডএস গ্রুপের পরিচালক সাইফুল নাহী জিন্নুর সাকী, জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাদুজ্জামান সাদীর বড় ছেলে আরুস জামান সাদাত, আরশান জামান সোয়াদ, আফরাজ জামান সাফাত, পরিচালক সাইফুল নাহী জিন্নুর সাকী কন্যা আরাবী জিন্নুর রুতবা, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ খাইরুল আওয়াল শামীম, জেএন্ডএস গ্রুপের ম্যানেজার (এইচ আর এন্ড অ্যাডমিন) খালেদ আহমদ, হেড অব অডিট মোঃ জাকির হোসেন, সিনিয়র ম্যানেজার (কর্পোরেট/অ্যাডমিন) মঞ্জুরুল হক, কমার্শিয়াল ম্যানেজার শহিদুল ইসলাম সোহাগ, সিনিয়র ম্যানেজার (কর্পোরেট/অ্যাডমিন) মঞ্জুরুল হক, আবেদীন হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম রনি, নির্বাহী মানবসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম আমিন, নির্বাহী মোঃ মাহমুদুল হাসান মুসা, ডায়াগনস্টিক ম্যানেজার মনিরুল ইসলাম, দেশবার্তা বিডি ডট কম’র বার্তা সম্পাদক জিএইচ হান্নান, প্রধান প্রতিবেদক মোঃ হামিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *