শেরপুরে নবযোগদানকৃত জেলা প্রশাসক সাহেলা আক্তার এঁর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা||সত্যবয়ান

শেরপুরে নবযোগদানকৃত জেলা প্রশাসক সাহেলা আক্তার এঁর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুর জেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক সাহেলা আক্তার এঁর সাথে শেরপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ৫ জুন রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে শেরপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত জেলা প্রশাসক সাহেলা আক্তার এঁর সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাহেলা আক্তার। এসময় তিনি বলেন, সরকার আমাকে শেরপুরে দায়িত্ব দিয়েছেন জনগণের সেবা করার জন্য। আমি এ লক্ষ্য পূরণে সদা সচেষ্ট থাকবো। এছাড়াও তিনি সাংবাদিকদের কাছে শেরপুর জেলার সার্বিক উন্নয়নে সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে শেরপুর জেলার উন্নয়ন ও জেলা শহরের যানজট নিরসনসহ বিভিন্ন চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সহ-সভাপতি আছাদুজ্জামান মোরাদ, এসএম শহিদুল ইসলাম, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাপ্তাহিক জয় এর ভারপ্রাপ্ত সম্পাদক এডভোকেট বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, সাংবাদিক ইউনিয়ন শেরপুর শাখার সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, শেরপুর প্রেসক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান ফকির, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান রাব্বী, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, সঞ্জিব চন্দ বিল্টু, মাসুদ হাসান বাদল প্রমুখ।
মতবিনিময় সভা অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, সাংবাদিক ইউনিয়ন শেরপুর শাখার সভাপতি মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক সুশীল মালাকার, জিএম আজফার বাবুল, আঃ রফিক মজিদসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *