শেরপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে করণীয় শীর্ষক মতবিনিময় সভা||সত্যবয়ান

শেরপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে করণীয় শীর্ষক মতবিনিময় সভা||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল শনিবার দুপুরে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে নাগরিক সংগঠন জনউদ্যোগ ওই মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় বক্তারা শেরপুর শহরের অসহনীয় যানজট নিরসন, শহরের প্রবেশমুখে আমনকুড়া বিলে পৌরসভার ময়লার ভাগাড় স্থানান্তর ও জেলা সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরীকরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

সংগঠনের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, ডা. সেকান্দর আলী কলেজের সহকারী অধ্যাপক শওকত হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, সঞ্জীব চন্দ বিল্টু, দেবাশীষ সাহা রায়, আবুল হাশিম, রফিক মজিদ, সমাজসেবক শামীম হোসেন, সোলায়মান হোসেন, নারীনেত্রী আইরিন পারভীন, আঞ্জুমান আরা যুথী প্রমুখ। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন জনউদ্যোগের সদস্য সচিব হাকিম বাবুল।
মতবিনিময় সভায় জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *