শেরপুরে প্রান্তিক কৃষকদের মাঝে হ্যান্ডরিপার মেশিন ও  ব্যাটারি চালিত স্প্রে মেশিন বিতরন 

শেরপুরে প্রান্তিক কৃষকদের মাঝে হ্যান্ডরিপার মেশিন ও  ব্যাটারি চালিত স্প্রে মেশিন বিতরন 

স্টাফ রিপোর্টার: শেরপুর সদর উপজেলার প্রান্তিক পর্যায়ের ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি সামগ্রী  বিতরণ করা হয়েছে।

৪ ডিসেম্বর সোমবার সকালে পৌর শহরের নাগপাড়াস্থ টিএমএসএস কার্যালয়ে বিশেষ কৃষি সিআরএস কার্যক্রমের আওতায় সদর উপজেলার ৩০ জন   প্রান্তিক কৃষকদের মাঝে সিটি ব্যাংকের সহায়তায় হ্যান্ড রিপার  মেশিন ও ব্যাটারি চালিত স্প্রে মেশিন বিতরণ করা হয়ে।
টিএমএসএস ময়মনসিংহ ১২ সহকারী পরিচালক ও
ডোমেইন সভাপতি মো. আহসান হাবিব মোহনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  মুসলিমা খানম নিলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফ আহমেদ।
এসময় টিএমএসএসের জামালপুর জোনাল ম্যানেজার
মো. সাজ্জাদ হোসেন, অঞ্চল প্রধান আব্দুল আউয়াল, শেরপুর শাখা প্রধান  মোহাম্মদ আলী, শেরপুর প্রেসক্লাবের  সাবেক সিনিয়র সহ সভাপতি  জিএম আফসার বাবুল,  মাই টিভির শেরপুর জেলা প্রতিনিধি
তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, দৈনিক তৃতীয় মাত্রার সাংবাদিক গোলাম রব্বানী টিটু, দৈনিক ডাক বেলার সাংবাদিক এসডি সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
টিএমএসএস জামালপুরের জোনাল ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন বলেন, শেরপুর সদর উপজেলার প্রান্তিক পর্যায়ের ৩০ জন কৃষক কে আমরা এ ধরনের সহায়তা প্রদান করছি। এতে করে এ অঞ্চলের কৃষকরা উপকৃত হবে।
৫ টি হ্যান্ডরিপার মেশিন ও ২৫ টি ব্যাটারি চালিত স্প্রে মেশিন বিতরণ করা হয়। পর্যায়ক্রমে শেরপুর জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী ও তিনানী এলাকায় আমাদের তালিকা ভুক্ত কৃষকদের মাঝে এ সহায়তা প্রদান   করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *