শেরপুরে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণের পরিকল্পনা গ্রহণের জন্য অবহিত করণ কর্মশালা-সত্যবয়ান

শেরপুরে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণের পরিকল্পনা গ্রহণের জন্য অবহিত করণ কর্মশালা-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার||বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরের প্রণীত কর্মপরিকল্পনা শেরপুর জেলায় বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২সেপ্টেম্বর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তাদের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপপরিচালক ডঃ মুহিত কুমার দেবনানাথ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবদুল মাজেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বীজ কর্মকর্তা সালমা আক্তার, জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ডঃ রজব আলী, ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, সাংবাদিক হাকিম বাবুল, নকলার ইউপি সদস্য রেজাউল করিম ও ঝিনাইগাতীর আদর্শ কৃষক নূরে আলম সিদ্দিকী।

সভায় বুরো ধান চাষ কমিয়ে অন্য লাভ জনক ফসল চাষের মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানানো হয়। ভূগর্ভস্থ পানির চাপ কমাতে সরকার চেষ্টা করছে বলে জানানো হয়।
কর্মশালায় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, সাংবাদিকসহ ৭৫ জন অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *