শেরপুরে ব্যতিক্রমি বিয়ে বার্ষিকী পালন করলেন সিহাব-সিনথিয়া||সত্যবয়ান

শেরপুরে ব্যতিক্রমি বিয়ে বার্ষিকী পালন করলেন সিহাব-সিনথিয়া||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার || বিয়ে হল একটি সামাজিক বন্ধন, যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। দাম্পত্য জীবন শুরুর গুরুত্বপূর্ণ দিনটি স্মরণীয় করে রাখতে অনেকটা ব্যতিক্রম আয়োজনে রক্তদান করলেন শেরপুর সদর থানার নবিনগর এলাকার শিহাব ও সিনথিয়া দম্পতি।
তাঁরা নিজেদের বিয়ে উপলক্ষে সামাজিক সচেতনতা বৃদ্ধি, রক্তদানে উদ্বুদ্ধকরণ এর জন্য শহরের ফিরোজা মর্তুজা ক্লিনিকে মুমুর্ষ রোগীকে রক্তদান করে বিবাহবার্ষিকী পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন, আল আমিন রাজু প্রতিষ্ঠাতা পরিচালক, রক্তসৈনিক বাংলাদেশ,
ডাঃ ফয়জুর আলম, সম্মানিত উপদেষ্টা মন্ডলী সদস্য রক্তসৈনিক শেরপুর, মেহেদী হাসান শামীম, সভাপতি রক্তসৈনিক শেরপুর, আশরাফুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক, আশিক মুন্না সাগর, সহকারী চিকিৎসা বিষয়ক সম্পাদক, আমির হামজা, ক্রীড়া সম্পাদক, মোহায়মিন হাসান সাবিদ সহ সভাপতি রক্তসৈনিক শেরপুর ৫নং পৌর ওয়ার্ড, জুনায়েদ রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক, রক্তসৈনিক শেরপুর ৫নং পৌর ওয়ার্ড, সদস্য মেহেদী হাসান সিফাত
দম্পতি শিহাব ও সিনথিয়া জানান, আমাদের বিয়ে এক বছর পুর্ণ হওয়ায় সামাজিক সচেতনতামূলক কোন কিছু করা যায় কিনা এমন ভাবনা থেকেই সিদ্ধান্ত নেন। মানুষকে রক্তদান বিষয়ে অবগত করা ও সচেতনতা বৃদ্ধিতে রক্তদান করা যেতে পারে। সামাজিক কর্মকাণ্ডের সাথে আমরা যুক্ত থাকতে চাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *