শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড||সত্যবয়ান

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুর জেলা শহরের পৌরসভার উপকণ্ঠে দমদমা কালীগঞ্জ মহল্লায় ২৪ মে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক যৌথ মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে। এসময় মাদকসেবী মো. আইযুব খন্দকারকে আটক করে। পরে তার কাছ থেকে ১০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত মাদকসেবী শেরপুর পৌরসভার দমদমা কালীগঞ্জ মহল্লার মো. হারুন অর রশিদ এর ছেলে মো. আইয়ুব খন্দকার (৪৫)।
এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে দমদমা কালীগঞ্জ মহল্লায় অভিযান চালায়। এসময় ১০ পুড়িয়া গাঁজাসহ মাদকসেবী মো. আইয়ুব খন্দকারকে হাতে নাতে আটক করে। পরে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানাউল মোর্শেদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ এবং সেই সাথে ২০০ টাকা জরিমানা করেন। পরে দণ্ডপ্রাপ্ত মাদকসেবীকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *