শেরপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা || মৃত্যু ৫৯

শেরপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা || মৃত্যু ৫৯

বুলবুল আহম্মেদ:সরকার ঘোষিত চলমান লকডাউনের দ্বিতীয় দিনে শেরপুরে কোভিড১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত ভাবে বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় শেরপুর জেলায় করোনা শনাক্ত হয়েছেন ১ শত ৪৬ জন। এর মধ্যে সদর উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।

এদিকে লকডাউন পালনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সিভিল সার্জন বলছেন, উচ্চতর ঝুঁকিসম্পন্ন জেলা হিসেবে শেরপুর ইতিমধ্যে চিন্হিত হয়েছে। সামাজিক দূরত্ব ও সঠিক নিয়ম না মানলে এ আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকবে।

শেরপুরে গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । এ পর্যন্ত জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২হাজার ৯শত ৯১ জনের। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭ জন। এ পর্যন্ত আক্রান্ত রয়েছে ৮শত ৬৫ জন। করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৯ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *