শেরপুরে ১৫ মাসেও গ্রেফতার হয়নি কৃষাণী ফজিলা হত্যাকান্ডের আসামীরা সংবাদ সম্মেলনে বাদীর অভিযোগ||সত্যবয়ান

শেরপুরে ১৫ মাসেও গ্রেফতার হয়নি কৃষাণী ফজিলা হত্যাকান্ডের আসামীরা সংবাদ সম্মেলনে বাদীর অভিযোগ||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুর সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের টাঙ্গারিয়া পাড়া গ্রামের দরিদ্র কৃষকের স্ত্রী কৃষাণী ফজিলা খাতুন হত্যাকান্ডের ১৫ মাস পরিয়ে গেলেও প্রকৃত দোষীরা গ্রেফতার না হওয়ার প্রতিবাদ এবং তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য জোড় দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনরা।
১১ জুন শনিবার সকালে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ছোট ভাই ও হত্যা মামলার বাদী নুর নবী।

লিখিত বক্তব্যে নুর নবী জানায়, কেবল মাত্র জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২০২১ সালে ২৮ মার্চ শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের টাঙ্গার পাড়া গ্রামের দরিদ্র কৃষক তহুর আলীর স্ত্রীকে প্রতিপক্ষরা পিটিয়ে আহত করলে আশংকাজনক অবস্থায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তিনি ৩১ মার্চ সকালে মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই নুর নবী বাদী হয়ে বজলুর রহমান বজলু, ও মজনুকে চিহিৃত করে একটি হত্যা মামলা দায়ের করে। আসামীরা প্রভাবশালী হওয়ায় মোটা অংকের অর্থের বিনিময়ে লাশের সুরতহালের রিপোর্টে গায়ে আঘাতের চিহৃ লেখা থাকলেও পোষ্ট মার্টম রিপার্টে স্ট্রোক করে মারা যাওয়া দখানো হয়। ওই চার্জ বিপরীতে আদালতে না রাজি দেয়া হয়েছে। প্রভাবশালী আসামী পক্ষের লোকজন বাদীকে প্রাণনাশের হুমকি এবং মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করে আসছে। ফলে বাদী নিজের নিরাপত্তার জন্য শেরপুর সদর থানায় একটি সাধারণ ডাইরিও করে রেখেছেন বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

অপরদিকে মামলার বিবাদী বজলুর রহমান জানান,সংবাদ সম্মেলনের অভিযোগ মোটেও সত্য নয়। বাদী তার স্বার্থ তরিতার্থ করার জন্য এবং আমাদের কাছে অবৈধ দাবিকৃত মোটা অংকের টাকা না পেয়ে আমাদের বিরুদ্ধে স্বাভাবিক মৃত্যুকে হত্যাকান্ড দেখিয়ে থানায় মিথ্যা মামলা দায়ের করেছিলো। পোষ্টমর্টাম রিপোর্ট ও পুলিশি তদন্তে সেটুকু প্রমানিত হয়েছে। আমরা কখনওই মিথ্যা মামলার বাদী নূরনবীকে ভয়ভীতি দেখাইনি। বরং সেই মিথ্যা মামলা করে প্রতিবন্ধী বিক্ষুকসহ ১৬ জন নিরীহ মানুষকে হয়রানী করে আসছে। মরহুম ফজিলাকে প্রথমে তাদের লোকজন স্বাভাবিক রোগী হিসেবে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করালে পরবর্তীতে নূরনবী সহ কয়েকজন পরবর্তীতে ফজিলার মৃত্যুর পর সেখানে পুলিশ কেস হিসেবে খাতায় এন্ট্রি করায়। যা তদন্ত করলেই পরিস্কার হবে। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করার প্রতিবাদ জানাচ্ছি এবং ন্যায় বিচার প্রার্থনা করছি। তাছাড়া সিআইডিতে তদন্তাধীন বিষয়নিয়ে সাংবাদিক সম্মেলন করে মিথ্যা ও সাজানো গঠনাকে তার পক্ষে নেওয়ার জন্য প্রভাবিত করতেই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে আমরা মনে করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *