শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন-সত্যবয়ান

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন-সত্যবয়ান

ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি||“বিজ্ঞান ও প্রযুক্তি, নৈতিকতা এক সুতোর গাঁথা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্ধোধন করা হয়েছে।

১২ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলা শুরু হয়েছে।

মেলার শুভ উদ্বোধন করেন, ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ।

উদ্বোধনকালে সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার শেখ মোঃ হাবিবুল্লাহ্ সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য কর্মকর্তাগণ মেলার বিভিন্ন স্টল গুলো পরিদর্শন করেন। উল্লেখ্য ১২-১৩ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *