শেরপুরের শ্রীবরর্দীতে প্রবাসীর খামার থেকে ২টি গরুসহ মালামাল চুরি মামলা দায়ের||সত্যবয়ান

শেরপুরের শ্রীবরর্দীতে প্রবাসীর খামার থেকে ২টি গরুসহ মালামাল চুরি মামলা দায়ের||সত্যবয়ান

শ্রীবরদী সংবাদদাতা|| শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া এলাকায় ইতালি প্রবাসী স্বাধীন মিয়ার মাল্টা বাগানে কর্মরত কেয়ার টেকার মিন্টু মারাক ও তার ২ সহযোগী এবং অজ্ঞাতনামা ৩/৪ জন দুর্বৃত্ত ২ টি গরু ও খামারের কিছু মালামাল সহ পালিয়ে যায়।
২ আগষ্ট রাতে ঘটনাটি ঘটে চুরি যাওয়া গরু সহ মালামালের মুল্য প্রায় ২ লাখ টাকা বলে জানা যায়। ঘটনার পর ওই প্রবাসীর ভগ্নীপতি মোঃ সেকান্দর আলী বাদি হয়ে শ্রীবরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। ইতালি প্রবাসী স্বাধীন মুঠোফোনে জানান, আমরা প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে চাই কিন্তু নানা প্রতিবন্ধকতার কারনে বিনিয়োগ করে নিরাশ হতে হয়। তিনি জানান মোটা অংকের বেতন দিয়ে কেয়ার টেকার কে নিয়োগ দেয়ার পর যদি এরকম চুরির ঘটনা ঘটে তবে প্রবাসীরা কিভাবে দেশে বিনিয়োগ করবে? তিনি গরু সহ পলাতক চোরকে আটক করতে সকলের সহায়তা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *