শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার দুস্থ আদিবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন বিজিবি-সত্যবয়ান

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার দুস্থ আদিবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন বিজিবি-সত্যবয়ান

বুলবুল আহম্মেদ:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার দুস্থ প্রতিবন্ধি ও আদিবাসী নারী পুরুষদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। ১৫ আগষ্ট রোববার সকাল ১০ টায় ঝিনাইগাতী উপজেলার নকশী বিওপিতে দুস্থদের মাঝে এসব বিতরন করেন ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়ানের এ্যাডজুডেন্ট (সহকারী পরিচালক) মোহাম্মদ ইউনুস।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবন ও সাবান।

এসময় বিজিবি নকশী বিওপির কোম্পানী কমান্ডার মো. ওমর ফারুক, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদসহ বিজিবি’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ানের পক্ষ থেকে ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকার ১শত অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হবে। এরই অংশ হিসেবে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী অসহায় নারী পুরুষদের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *