শ্রীবরদী  সীমান্তে বন কর্মীদের উপর সন্ত্রাসী হামলা: মামলা দায়ের

শ্রীবরদী  সীমান্তে বন কর্মীদের উপর সন্ত্রাসী হামলা: মামলা দায়ের

রানা, শ্রীবরদী সংবাদদাতা: শেরপুরের শ্রীবরদী  সীমান্তের হারিয়াকোনায় বন বিভাগের কর্মকর্তা কর্মচারী  টহল দলের  উপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বন বিভাগের ২ শ্রমিক আহতদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার কনেকান্দা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে কুরবান আলী (২৯) ও  মৃত আব্দুল লতিফের ছেলে ইসমাইল হোসেন (৫৫)। ঘটনাটি ঘটেছে গত ৯ ই সেপ্টেম্বর সোমবার দুপুরে সীমান্ত জনপদের হাড়িয়া কোনা গ্রামের ২০২৩-২০২৪ সনের সৃজিত ৫০ হেক্টর স্বল্পমেয়াদি মিশ্র বাগানে। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ফলে সীমান্ত জনপদের বসবাসরত গ্রামবাসীদের মাঝে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। সোমবার রাতে ময়মনসিংহ বন বিভাগের  কর্ণঝোড়া বিট কর্মকর্তা আরজু মিয়া বাদী হয়ে হামলাকারী মিজান (৩৫), দেলোয়ার (৪০),সাদ্দাম (৩২), এরশাদ মিয়া (৩৪), এনামুল মিয়া (৩২), মমিন (৩০) ও আজমত মিয়া (৪০)কে এজাহার নামীয় ও অজ্ঞাত ১০০/১১০ জন কে আসামি করে শ্রীবরদী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেন্জের কর্ণঝোড়া ফরেস্ট বিট কর্মকর্তা আরজু মিয়া জানায়, শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের হারিয়াকোনা মৌজার
২০২৩ -২০২৪ সনের সৃজিত ৫০ হেক্টর স্বল্পমেয়াদি মিশ্র বাগানের  ৪০০০/৫০০০ হাজার চারা কর্তন করে জবর দখলের উদ্দেশ্যে স্থানীয়রা (টাল) সবজি চাষ শুরু করে।
এতে অনুমান ২ লক্ষ টাকার ক্ষতি সাধন, বন ও পরিবেশের অনুমান ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। ৯ ই সেপ্টেম্বর সোমবার দুপুরে আমাদের লোক জন টহলে গেলে জবর দখলকারীদের কাছে বাগান নষ্ট করার কারণ জানতে চাইলে আমাদের লোকজনদেরকে অশ্লীল ভাষায় গালাগাল করে।
এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে  ১০০/১১০ লোক জন আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীদের হামলায় আমাদের বন বিভাগের দুজন শ্রমিক আহত হয়েছেন।
বালিজুরী রেন্জ কর্মকর্তা মো সুমন মিয়া জানায়, বন বিভাগের জমিতে আমরা ২০২৩ -২০২৪ সনের সৃজিত ৫০ হেক্টর স্বল্পমেয়াদি মিশ্র বাগান তৈরি করি।
অতি সম্প্রতি স্থানীয়রা আমাদের কাছ থেকে কোন ধরনের অনুমতি না নিয়েই ৪০০০/৫০০০ হাজার মিশ্র বাগানের চারা গাছ কর্তন করে। অবৈধভাবে সবজি চাষ শুরু করে। আমাদের লোকজন বাঁধা দিতে গেলে উল্টো তারাই
আমাদের উপর হামলা চালায়। তারা সরকারি কাজে বাঁধা দান করতে পারে না। আমরা বিষয়টি ঊর্ধ্বতন  কর্তৃপক্ষর সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার সকালে জানায়, বন বিভাগের উপর হামলা, সরকারি বাগানের রোপনকৃত গাছ কর্তন ও সরকারি কাজে বাঁধা প্রদানের  অভিযোগে ফরেস্ট কর্মকর্তা আরজু মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে প্রকৃত দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। নিরীহ কাউকে  হয়রানি করা হবে না। এজাহার নামীয় সহ সকল আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *