শ্রীবরদীতে ট্রাক পাচায় চালকের মৃত্যু-আহত১

শ্রীবরদীতে ট্রাক পাচায় চালকের মৃত্যু-আহত১

শ্রীবরদী শেরপুর প্রতিনিধি||শেরপুরের শ্রীবরদীতে ট্রাকচাপায় আলম মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এছাড়া মোটরসাইকেলে থাকা মো. জিয়া (২৮) নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছে।

৫ ডিসেম্বর রবিবার বিকেলে উপজেলার সীমান্ত সড়কের বালিজুড়ি অফিসপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। হতাহত দুজনই পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার তিনআনী এলাকার সামাদ হাজী রাইস মিলে কর্মরত শ্রমিক। তাদের মধ্যে নিহত আলমের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং আহত জিয়ার বাড়ি দিনাজপুর জেলায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৩ টার দিকে শ্রীবরদী উপজেলার সীমান্ত সড়কের বালিজুড়ি অফিসপাড়া এলাকার ব্রিজের ওপরে একটি ট্রাক পিছন থেকে চলন্ত মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেল চালক আলম মিয়া। আর গুরুতর আহত হয় তার পিছনে বসা জিয়া। পরে স্থানীয়রা আহত জিয়াকে উদ্ধার করে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এদিকে ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। তাদের সাথে থাকা ২ টি মোবাইল ফোন ও একটি চশমা উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার এএসআই মো. জামিল হোসাইন মিঠু বলেন, ওই ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেইসাথে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *