শ্রীবরদীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন||সত্যবয়ান

শ্রীবরদীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন||সত্যবয়ান

রানা,শ্রীবরদী ||শেরপুরের শ্রীবরদীতে মিথ্যা মামলা সামাজিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নিরীহ পরিবার। ২৩ জুলাই শনিবার বিকেলে স্থানীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাসেন আলী। তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৩০জুন একই গ্রামে অঙ্গে মিয়ার ছেলে ফকির আলী ও তার লোকজন হাসেম আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় হাসেম আলীসহ কয়েকজন গুরুতরভাবে আহত হন।

এব্যাপারে হাসেম আলী বাদি হয়ে ফকির আলীসহ ৬ জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়ের করার পর থেকেই ফকির আলীও তার লোকজন মামলা তুলে নিতে হাশেম আলীও তার লোকজন নানাভাবে ভয়ভীতি ও প্রাননাশের হুমকি প্রদর্শন করে আসছিল। কিন্তু মামলা তুলে না নেয়ায় ফকির আলীর স্ত্রী দিনারা (৩২)কে বাদি সাজিয়ে হাসেম আলীর নামে গত ১১ জুলাই শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলা মামলাটি তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের জন্য শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, বিষয়টি আমার জানা নেই। জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *