শ্রীবরদীতে শিক্ষক দিবস পালিত||সত্যবয়ান

শ্রীবরদীতে শিক্ষক দিবস পালিত||সত্যবয়ান

শ্রীবরদী সংবাদদাতা: ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শিক্ষক দিবস আয়োজক কমিটির আয়োজনে শ্রীবরদী সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শ্রীবরদী সরকারি কলেজ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আলিফ উল্লাহ আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীবরদী সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আকরাম হোছাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম এলাহী আখন্দ, শ্রীবরদী ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. আব্দুল হালিম মিঞা, খড়িয়াকাজির চর বিএম কলেজের প্রিন্সিপাল মাহমুদুল হাসান মুক্তা। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ। এসময় কয়েকজন শিক্ষক স্বরচিত কবিতা পাঠ করেন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকবৃন্দ তাঁদের পরিচয় তুলে ধরেন। র‍্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *