সড়কে যানজট নিরসনে স্পিকার ড্রোন ক্যামেরা উড়বে আকাশে

সড়কে যানজট নিরসনে স্পিকার ড্রোন ক্যামেরা উড়বে আকাশে

নিজস্ব প্রতিবেদক: সড়কে অতিরিক্ত পুলিশের পাশাপাশি যানজট নিরসনে স্পিকার ড্রোন ক্যামেরা উড়বে আকাশে। দুর্ঘটনা এড়াতে খোলা ট্রাকে বা বাসের ছাদে যাত্রী পরিবহনের আইন-শৃঙ্খলা বাহিনী ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে সাভারের বাইপাইল মোড় এলাকায় মহাসড়ক পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

শাহাবুদ্দিন খান বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে।

যানজট নিরসনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কের পাশের গরুর হাট ও সড়কের চলমান উন্নয়ন কাজের কারণে যেন যানজটের সৃষ্টি না হয় সে বিষয়ে বিশেষ নজরদারি রয়েছে। এছাড়া ঈদযাত্রায় সড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সময় হাইওয়ে ও ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *